Binay Tamang

সমর্থকের উপর সশস্ত্র হামলা চালিয়েছে বিমলের লোকজন, অভিযোগ বিনয়ের

খুকরি দিয়ে কোপানো হয়েছে এক যুবককে। আশঙ্কাজনক অবস্থায় আপাতত চিকিৎসাধীন ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ২২:১৮
Share:

অস্ত্রোপচার চলছে আহত বিনয়-সমর্থকের। —নিজস্ব চিত্র।

এত দিন দুই শিবিরের বাগযুদ্ধ চলছিল। এ বার বিমল গুরুংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং-শিবির। তাদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বিমলের সশস্ত্র সমর্থকরা বিনয়ের সমর্থকদের উপর হামলা চালিয়েছে। খুকরি দিয়ে কোপানো হয়েছে এক যুবককে। আশঙ্কাজনক অবস্থায় আপাতত চিকিৎসাধীন ওই যুবক।

Advertisement

এ দিন দার্জিলিং সদর হাসপাতালে তুকভর চা-বাগানের বাসিন্দা চেতন থাপাকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করেন তাঁর পড়শিরা। বিনয় শিবিরের দার্জিলিং মহকুমার সভাপতি অলোক কান্তামনি থুলুং অভিযোগ করেছেন, এ দিন তুকভর বাগানে বৈঠক করছিলেন বিমলপন্থী নেতারা। সেই বৈঠকে বিমলপন্থী নেতারা বিনয় শিবিরের নেতা এবং কর্মীদের খুন করার নির্দেশ দেন। দার্জিলিং সদর থানায় করা লিখিত অভিযোগে বলা হয়েছে, বিমলপন্থী নেতাদের উস্কানিমূলক বক্তব্যের পরেই লিম্বু বস্তির একদল বিমল-সমর্থক খুকরি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বিনয়-সমর্থকদের উপর। তখনই চেতনকে খুকরি দিয়ে কোপানো হয়। পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি ওই যুবক।

বিমলের পাতলেবাসের বাড়ির কাছের তুকভর চা-বাগান, লিম্বু বস্তি প্রাক্তন মোর্চা সুপ্রিমোর খাস তালুক। ২০১৭ সালেও পাহাড়ে অশান্তির মূল আগুন ছড়িয়েছিল ওই এলাকা থেকেই।

Advertisement

আরও পড়ুন: এখনও পর্যন্ত ১ দিনে সুস্থ রোগীর সংখ্যা সর্বোচ্চ, বাড়ল করোনায় সংক্রমণের হারও

ঘটনার পরেই বিনয়-শিবির রাজ্য প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। অলোক এ দিন বলেন, ‘‘আমরা শুরু থেকে বলছি, বিমলকে পাহাড়ে ওঠার সুযোগ দিলেই এখানে অশান্তির আগুন জ্বলবে। বিমল এখনও পাহাড়ে আসতে পারেননি। তার আগেই প্রকাশ্যে এ রকম সশস্ত্র হামলা শুরু হয়ে গিয়েছে। এখন প্রশাসন সিদ্ধান্ত নিক তারা কী করবে।”

বিনয়পন্থীদের দাবি, তাঁরা বিমলকে ভয় পাচ্ছেন না। তাঁরা অনেক কষ্টে বিমলের জ্বালানো অশান্তির আগুন নিভিয়েছেন। এর পর ফের সেই আগুন জ্বললে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে বলে মন্তব্য করেন বিনয় শিবিরের নেতারা। তাঁদের কথায়, ‘‘প্রশাসন কড়া ব্যবস্থা না নিলে, আমরা জানি এর পর কী করতে হয়।” অন্য দিকে, বিমল-শিবিরের কারও সঙ্গে এখনও পর্যন্ত এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: তৃণমূল এবং বিজেপি, দু’জনের সঙ্গে প্রেম ঠিক নয়, বেইমানি করলে খতম: কল্যাণ

জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি। কয়েক জন অভিযুক্তের নামও পাওয়া গিয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement