নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি বন্ধের আবেদন বিমান বসুর। নিজস্ব চিত্র
মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘পাড়ায় সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কাজ। সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারে পক্ষ থেকেই বিজ্ঞাপন দিয়ে তা প্রচারও করা হয়েছে। কিন্তু সরকারের এই দুই কর্মসূচি বন্ধ করতে নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। চিঠি লিখে নির্বাচন কমিশনকে বিমান লিখেছেন, ‘আমরা মনে করি, এই বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়গুলি এই সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করেছে।’ আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৭টি পুরসভায় ভোট। বামদের অভিযোগ, রাজ্য জুড়ে এই কর্মসূচি চালানো হলে, তা ভোটারদের প্রভাবিত করতে পারে।
বামফ্রন্টের আপত্তির কারণ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘স্থানীয় স্তরে শাসকদলের নেতা-কর্মী, প্রার্থী, প্রাক্তন পুর প্রতিনিধিরা যথেষ্ট ভাবে এই কর্মসূচিতে শামিল হবেন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করবেন।’ বিমান আরও লিখেছেন, ‘ভোটারদের প্রলুব্ধ ও প্রভাবিত করার মধ্য দিয়ে নির্বাচনী আদর্শ আচারণবিধি লঙ্ঘন ও নির্দেশিকার তোয়াক্কা না করার অপচেষ্টাকে দ্রুত বন্ধ করার জন্য অনুরোধ করছি।’ প্রতিবাদপত্রে বিজ্ঞাপনের কোন অংশ নিয়ে তাঁদের আপত্তি, তাও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।