Tourist

Sikkim: সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের, মালদহে শোকের ছায়া

দেবরাজের দেহ মালদহে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছেন পরিবারের সদস্য এবং তাঁর বন্ধুরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৬:২২
Share:

দেবরাজ রায়। নিজস্ব চিত্র।

সিকিম ঘুরতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। মৃতের নাম দেবরাজ রায় (৪৯)। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। দেবরাজের বাড়ি মালদহের ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লি এলাকায়।

দেবরাজের বন্ধু বিশ্বজিৎ ঝা জানিয়েছেন, প্রতি বছরই তাঁরা বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে ঘুরতে যান। গত ১৭ অক্টোবর ২০ জন এক সঙ্গে সিকিমের আরিটারে ঘুরতে যান। সেখান থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তাঁরা। গত দু’দিন আগে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন দেবরাজ। স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাঁকে দেখানো হয়। কিন্তু দেবরাজের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

দেবরাজের দেহ মালদহে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছেন পরিবারের সদস্য এবং তাঁর বন্ধুরা। কিন্তু প্রবল বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন কী ভাবে ফিরবেন মালদহে। দেবরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। জেলা তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি বিপ্লব গুপ্ত বলেন, “ভাল মানুষ ছিলেন দেবরাজ। ওঁর মৃত্যুতে আমরা শোকাহত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement