Torsa

Darjeeling Weather: জয়গাঁয় ভয়াল তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু, পাড় ভেঙে দুর্ঘটনা

প্রত‍্যক্ষদর্শীদের অনেকেই শিশু দু’টিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্ত তাঁরা ব্যর্থ হন। ঘটনাস্থলে জয়ঁগা থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়গাঁ শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৫:৪৭
Share:

প্রবল বর্ষণে ভয়াল তোর্সা। —ফাইল চিত্র।

প্রবল বর্ষণের মধ্যেই ঘটল দুর্ঘটনা। ভয়ঙ্কর হয়ে ওঠা তোর্সায় ভেসে গেল একই পরিবারের দুই শিশুকন্যা। এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের জয়গাঁতে। ওই দুই শিশুকন্যাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে সেই সঙ্গে বাড়ছে আশঙ্কাও।
বুধবার ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগায় তোর্সা নদীতে ঘটেছে ওই দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়ঁগা এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারির দুই শিশুকন্যা তোর্সা নদীতে নেমেছিল শৌচকর্ম করতে। কিন্তু ক্রমাগত বর্ষণে ভয়াল হয়ে উঠেছে তোর্সা। ভাঙছে তার পাড়ও। আচমকা পাড় ভেঙে গিয়ে তারা স্রোতে ভেসে যায়।

Advertisement

দুই শিশুকন‍্যার এক জনের বয়স আট। অন্য জনের বয়স ১০। প্রত‍্যক্ষদর্শীদের অনেকেই শিশু দু’টিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্ত তাঁরা ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে জয়ঁগা থানার পুলিশ। শিশু দু’টিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এই খবরে কান্নায় ভেঙে পড়েছে সফিকের পরিবার। শোকের ছায়া নেমেছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement