—ফাইল চিত্র।
নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য
আজ সকাল ১১টা ৪৫ মিনিটে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে দিল্লি এমসে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দেশের অর্থনৈতিক সংস্কারে মনমোহনের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর হাত ধরেই দেশে উদারনৈতিক অর্থনীতির পথ চলা শুরু হয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা-সহ অন্য শীর্ষ রাজনীতিকেরা মনমোহনের দিল্লির বাসভবনে গিয়ে তাঁকে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন। এ ছাড়াও অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে যান। গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও। পরে পৌঁছন রাহুল গান্ধী। আজ সকালে প্রথমে তাঁর মরদেহ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়ার কথা। দু’বারের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন কংগ্রেস নেতৃত্ব। এর পরে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হবে।
বাংলাদেশে বিডিআর বিদ্রোহের তদন্ত
পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের কাজ শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিযুক্ত কমিশন। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এর সদর দফতর পিলখানায় আধাসেনার বিদ্রোহে ৭৪ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উন আহমেদ-সহ ৫৮ জনের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কমিশন গঠন করে তদন্ত চলছে। তদন্ত কোন দিকে গড়ায়, আজ নজর থাকবে সে দিকে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বাঘিনি জ়িনত কোথায়, কী করছে বন দফতর
খাঁচা পেতে বাঘিনিকে ফাঁদে ফেলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার হুলা পার্টিকে কাজে লাগিয়ে জ়িনতকে জালবন্দি করার চেষ্টা হয়েছিল। কিন্তু বন দফতরের সে চেষ্টাও কাজে আসেনি। অন্য দিকে, বৃহস্পতিবার রাতেই বাঘিনি বান্দোয়ানের ভাঁড়ারি পাহাড় ছেড়ে আশ্রয় নিয়েছে পুরুলিয়ার মানবাজার-২ ব্লকের পাইসাগোড়ার জঙ্গলে। শুক্রবার সকাল থেকে পাইসাগোড়ার জঙ্গলে জ়িনতকে ধরতে তৎপর হয়েছিল বন দফতর। কিন্তু বাঘিনি ধরা পড়েনি। আজ কি তাকে ধরতে পারবে বন দফতর?
কাজ়াখস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী, তদন্ত কোন পথে
পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, না কি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, এই নানাবিধ তত্ত্বের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত আজ়ারবাইজান এয়ারলাইন্সের বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে শুক্রবার। কিন্তু কেন ভেঙে পড়ল বিমানটি, তার কারণ এখনও অধরা। কাজ়াখস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তের গতি বৃদ্ধি করা হয়েছে। আজ এই তদন্ত কোন দিকে মোড় নেয় নজর থাকবে সেই খবরে।
দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে উত্তরবঙ্গও
বছর শেষ হতে চলল। কিন্তু এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। শুক্রবার ঝপ করে তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। যদিও এখনও পৌষের সেই চেনা শীতের দেখা পাওয়া যায়নি। বরং এখনও কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বছর শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কি না, তার নিশ্চয়তা মেলেনি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।