ধসে বন্ধ পাহাড়ের একাধিক রাস্তা। —নিজস্ব চিত্র।
প্রবল বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত পাহাড়। সেখানে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে পাহাড়ের কোন কোন রাস্তা বন্ধ, কোন পথে গেলে পর্যটকরা কম সমস্যায় পড়বেন তা জানাল দার্জিলিং প্রশাসন। পাশাপাশি পর্যটকদের সাহায্যে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।
টানা ৩৬ ঘণ্টার বৃষ্টিতে দার্জিলিঙের একাধিক রাস্তা বন্ধ। সেই সব এলাকায় চলছে উদ্ধারকাজ। তবে কিছু রাস্তা খোলা রয়েছে। সেই পথে হচ্ছে যান চলাচল। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সুবিধার্থে ওই তথ্য জানিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম।
নিরাপদে থাকার জন্য পর্যটকদের সতর্কবার্তা দিয়েছে দার্জিলিং প্রশাসন। পাশাপাশি আটকে পড়া পর্যটকদের সব রকম সাহায্যের বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।