BGBS

Bengal Global Business Summit 2022: ‘নিজের লোকেদের বাঁচাতে চাইছেন মমতা!’ কেন্দ্রীয় সংস্থা নিয়ে মন্তব্যের নিন্দায় সুকান্ত

তৃণমূলের কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্যপাল সম্ভবত ভুলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গে উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিভেদকে প্রাধান্য দেওয়া হয় না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৬:৩৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘কেন্দ্রীয় এজেন্সির হেনস্থা’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘শিল্পপতিদের সামনে রেখে নিজের দলের নেতাদের, নিজের আত্মীয়দের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত থেকে আড়াল করতে চাইছেন কি মুখ্যমন্ত্রী? শিল্পপতিদের হয়ে এমন আবেদন জানানোর দায়িত্ব তাঁকে কে দিয়েছেন? শিল্পপতিদির নিয়ে সম্মেলনে অপ্রাসঙ্গিক ভাবে তদন্তের প্রশ্ন টেনেই বা আনলেন কেন?’’ পাশাপাশি সুকান্তের মন্তব্য, ‘‘শিল্প সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য শোভনীয় নয়।’’

প্রসঙ্গত, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে একটি পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছিলেন, ‘‘বাংলার উচিত রাজনৈতিক বিভেদ ভুলে, উন্নয়নের কথা ভেবে কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করা।’’ কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত তাতে ইঙ্গিত করেই রাজ্যপালের নিদান ছিল, এতেই বাংলার ভাল হবে।

Advertisement

কয়েক ঘণ্টা পরে একই মঞ্চ থেকে ধনখড়ের সেই মন্তব্যের জবাব দেন মমতা। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সাহায্য আমরাও পেতে চাই। তবে শিল্পপতিদের তরফে রাজ্যপালের কাছেও আমার একটি অনুরোধ আছে। অনুরোধ এই যে, শিল্পপতিদের যেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কোনও রকম হেনস্থা না করা হয়। রাজ্যপালও যেন বিষয়টি কেন্দ্রের কানে পৌঁছে দেন।’’

সুকান্তের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্যপাল সম্ভবত ভুলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গে উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিভেদকে প্রাধান্য দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী সেটাই তাঁকে মনে করিয়ে দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement