Virender Sehwag

২০ বছরের সম্পর্কে ভাঙন, বিবাহবিচ্ছেদের পথে সহবাগ?

২০০৪ সালে বিয়ে হয়েছিল বীরেন্দ্র সহবাগ এবং আরতি আহলাওয়াতের। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বলে জানা গিয়েছে। কিছু দিনের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২২:৪১
Share:

স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে বীরেন্দ্র সহবাগ। —ফাইল চিত্র।

২০ বছরের সম্পর্কে ভাঙন। বিবাহবিচ্ছেদের পথে বীরেন্দ্র সহবাগ এবং তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত। ২০০৪ সালে বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বলে জানা গিয়েছে। কিছু দিনের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার সহবাগ পরিচিত ছিলেন তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। ভারতের হয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে খেলেছেন দাপটের সঙ্গে। ২০০৭ সালে সহবাগ এবং আরতির প্রথম সন্তান আর্যবীরের জন্ম হয়। সে এখন ক্রিকেট খেলে। বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেছেন। ২০১০ সালে সহবাগের দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয়। দীর্ঘ ২০ বছরের বৈবাহিক সম্পর্কের এ বার ইতি হতে চলেছে বলে এক সংবাদমাধ্যম সূত্রে খবর।

দীপাবলির সময় সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছিলেন সহবাগ। সেই সময় স্ত্রীর কোনও ছবি দেননি তিনি। সন্তান এবং মায়ের ছবি দিয়েছিলেন। জল্পনার শুরু তখন থেকেই। দু’সপ্তাহ আগে বিশ্ব নাগাক্ষি মন্দিরে গিয়েছিলেন। সেখানেও আরতিকে দেখা যায়নি। যদিও সহবাগ বা তাঁর স্ত্রী এখনও তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি।

Advertisement

আরতির জন্ম নয়াদিল্লিতে। লেডি ইরউইন সেকেন্ডারি স্কুল এবং ভারতীয় বিদ্যা ভবনে পড়াশোনা করেছিলেন তিনি। কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রি কলেজে। ২০০০ সাল থেকে সহবাগের সঙ্গে সম্পর্ক আরতির। ২০০৪ সালে অরুণ জেটলির বাসভবনে বিয়ে হয়েছিল তাঁদের। সেই সম্পর্কেই এ বার চিড় ধরেছে।

২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেন সহবাগ। তার পর থেকে কখনও কোচিং করিয়েছেন, কখনও ধারাভাষ্য দিয়েছেন। নাডার সদস্যও ছিলেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন কখনওই খুব বেশি সকলের সামনে আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement