দিলীপ ঘোষ।
অযোধ্যায় কাল, বুধবার যে হেতু রাম মন্দিরের ভূমি পূজা হবে, তাই সে দিনের বদলে অন্য দিন লকডাউন ঘোষণা করার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল বিজেপি এবং হিন্দু জাগরণ মঞ্চ। রাজ্য সরকার সোমবার ফের লকডাউনের নতুন ক্যালেন্ডার ঘোষণা করলেও বিজেপির অনুরোধ মানা হয়নি। রাজ্যে লকডাউন থাকছে কাল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘‘৫ অগস্টের লকডাউন না তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে মানুষের ভাবাবেগে আঘাত করছেন! এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। দেশজোড়া একটা কর্মসূচি, যাতে সাধারণ মানুষের আবেগ জড়িত। এটা নিয়ে অন্য দল এবং মুসলিম সম্প্রদায়েরও দ্বিমত নেই। কেবল এ রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ জীবনে আঘাত দিচ্ছেন।’’
দিলীপবাবু জানান, কাল রাম মন্দিরের ভূমি পূজার প্রারম্ভিক মুহূর্তে বিজেপি কর্মীরা নিজেদের বাড়িতে শঙ্খ ও ঘণ্টাধ্বনি করে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করবেন। লকডাউন প্রত্যাহারের আর্জি জানিয়ে দিলীপবাবু অবশ্য সরকারকে কোনও চিঠি দেননি। হিন্দু জাগরণ মঞ্চের নেতা নবেন্দু বন্দ্যোপাধ্যায় ওই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন গত ৩১ জুলাই।