মাধ্যমিক পরীক্ষার আগের দিন সরকারি অনুষ্ঠানে বক্স বাজানোয় বিতর্কের সৃষ্টি হয়েছে কাটোয়ায়। ওই অনুষ্ঠানে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য বলেন, আমি তো নিজেই আওয়াজ কমিয়ে দিয়েছি, তাহলে সমস্যা কোথায়?”
রবিবার দুপুরে কাটোয়ার মাখালতোড় উচ্চ বিদ্যালয়ের মাঠে কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। স্বপনবাবু বলেন, “কাটোয়া থেকেই কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তদের হাতে সাইকেল তুলে দেওয়া শুরু হল। ২০০০ সাইকেল বিলি করা হবে। সামাজিক দায়িত্বপালন প্রকল্পে সাইকেলগুলি দিয়েছে এনটিপিসি। অনুষ্ঠানে এনটিপিসি-র কর্তারাও হাজির ছিলেন।
—নিজস্ব চিত্র।
সকাল ১০টায় সভা শুরুর কথা থাকলেও মন্ত্রীর আসতে দেরি হওয়ায় ১২টা নাগাদ সভা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই ম্যারাপ বেঁধে বক্স বাজিয়ে সভার প্রচার চলছিল। সভাস্থলে ৫-৬টি বড় বক্সও ছিল। শনিবারই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রকাশ্যে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছে মহকুমা প্রশাসন। বেশ কয়েকটি জায়গা থেকে বক্স বাজেয়াপ্তও করে পুলিশ। এ দিনের অনুষ্ঠানে বক্স বাজানো নিয়ে প্রশ্ন করা হলে, অনুষ্ঠানের আহ্বায়ক তথা কাটোয়ার মহকুমাশাসক মৃদুল হালদার বলেন, “আমরা নিয়ম মেনেই অনুষ্ঠান করেছি।” পাশেই বসেছিলেন বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক উত্পল বিশ্বাস। তিনি বলেন, “আমরা তো চোঙ ব্যবহার করিনি। প্রকাশ্যে সভাও করিনি। পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় বক্স বাজানো হয়েছে। যার আওয়াজ ৭৫ ডেসিমেলের মধ্যেই ছিল।” স্বপনবাবু বলেন, “জেলায় ৪০ হাজার ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে।” তিনি জানান, কাটোয়া ও দাঁইহাট শহরে, কাটোয়া ১ ও ২ ব্লকে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হচ্ছে। এখানে যারা সাইকেল পাবেন না, তাদের স্কুলে ক্যাম্প করে সাইকেল দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।