কাটোয়া শহর লাগোয়া বান্দরায় পুড়ছে বালির গাড়ি। বৃহস্পতিবার অসিত বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।
বালির গাড়ির ধাক্কায় দু’জন আহত হওয়াকে কেন্দ্র করে কাটোয়া শহর লাগোয়া বান্দরাতে গণ্ডগোল হল বৃহস্পতিবার দুপুরে। উত্তেজিত জনতা ওই বালির গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের কাঁকুরহাটি গ্রামের বাসিন্দা, কাটোয়ার রামকৃষ্ণ বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র রঞ্জিত ঘোষ ও তাঁর কাকা সুজিত ঘোষ এ দিন গবাদি পশুর চিকিৎসা করিয়ে গ্রামে ফিরছিলেন। বান্দরা গ্রামের কাছে অজয় বাঁধের উপরে একটি বালির গাড়ি পিছন থেকে কাকা ও ভাইপোকে ধাক্কা মারে। ঘটনায় রঞ্জিত গুরুতর আহত হয়। তাকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর চালক ও তার সঙ্গী গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকুরহাটি-সহ কয়েকটি গ্রামের মানুষ ঘটনাস্থলে আসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে যাওয়ার পরেই উপস্থিত গ্রামবাসীরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
গ্রামবাসীদের অভিযোগ, অজয় নদের উপরে বালির গাড়িগুলি প্রায়ই বেপোয়ারা ভাবে যাতায়াত করে। অনেক বার নিষেধ করেও লাভ হয়নি। কাটোয়া ১ ব্লকের বিডিও আশিস বিশ্বাস বলেন, “বালির গাড়ি চলাচল নিয়ন্ত্রণে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।”