Asansol

পাঁচ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার মহিলার! আসানসোলের কুলটির গ্রামে চাঞ্চল্য

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে সুমনের দেহ জলাশয়ে ভেসে উঠতে দেখেন এলাকার কয়েক জন বাসিন্দা। খবর দেওয়া হয় পুলিশে। পরে পরিবার লোকজন দেহটি চিহ্নিত করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৬:৩৭
Share:

—প্রতীকী চিত্র।

গ্রাম থেকে কিছুটা দূরে একটি জলাভূমি থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের কুলটি থানার রাধানগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সুমন কুমারী। ৩৭ বছরের ওই মহিলা বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে সুমনের দেহ জলাভূমিতে ভেসে উঠতে দেখেন এলাকার কয়েক জন বাসিন্দা। খবর দেওয়া হয় পুলিশে। পরে পরিবার লোকজন দেহটি চিহ্নিত করে। মৃতার পরিবারের তরফে জানা গিয়েছে, সুমন গত ২৮ মে থেকে নিখোঁজ ছিলেন। কোথাও তাঁর খোঁজ না পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার।

রবিবার সকালে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পচাগলা দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। যদিও পরিবার দাবি তুলেছে, পুলিশ ভাল করে ঘটনার তদন্ত করুক। নিছক দুর্ঘটনায় সুমন মারা গিয়েছেন না কি খুন করা হয়েছে তাঁকে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তারা। সুমনের পরিবারের এক সদস্য বলেন, ‘‘সিসিটিভি দেখে তদন্ত করুক পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement