পুলিশ গাড়িটি আটক করেছে। — নিজস্ব চিত্র।
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন দুই পুণ্যার্থী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রবিবার রাতে কালনা-কাটোয়া রোড ধরে হেঁটে জামালপুরের বুড়োরাজ মন্দিরে পুজো দিতে যাচ্ছিল নদিয়ার নবদ্বীপ থানার মহিশুরা পঞ্চায়েতের জলমুণ্ডি ঘোষপাড়ার একটি দল। রবিবার ভোর রাতে পারুলিয়া এলাকায় একটি লেবু বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চার জনকেই পিষে দেয় বলে অভিযোগ। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীর ঘোষ ৩৭) এবং অসিত ঘোষ (৪০) নামে দুই যুবকের। প্রসেনজিত ঘোষ এবং বাপ্পা ঘোষ নামে অন্য দুই যুবক জখম হন। দুর্ঘটনার পর আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় আহতদের সেখান থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, পারুলিয়ার কাছে একটি দোকানের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল পুণ্যার্থীদের ওই দলটি। সেই সময় লেবুবোঝাই গাড়িটি তাঁদের ধাক্কা মারে। পুলিস গাড়ি এবং তার চালককে আটক করেছে।