lottery

Lottery: লটারি কেটে ভাগ্যের স্টিয়ারিং ঘুরল ট্রাক চালকের, জিতলেন এক কোটি টাকা

মুমতাজ বলেন, ‘‘আমাদের মতো গরিবের জন্য এটা অনেক টাকা। এই টাকা দিয়ে বাড়ি বানাব। দুই মেয়ের বিয়ে দেব। কিন্তু যেমন গাড়ি চালাই, তেমনই চালাব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২২:৫২
Share:

নিজস্ব চিত্র।

শ্রমিকের গতানুগতিক জীবন বলতে যা বোঝায়! রোজকার মতোই রবিবার সকালে ট্রাক নিয়ে কারখানার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্যের চাকা যে এ ভাবে অন্য পথে বাঁক নিতে পারে, তা কল্পনাও করেননি কলকাতার ট্রাক চালক মুমতাজ খান। দুপুরেই খবর পেলেন, লটারিতে এক কোটি টাকা জিতেছেন তিনি।

রবিবার সকালে ট্রাক নিয়ে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ মঙ্গলপুর কারখানায় যাচ্ছিলেন মুমতাজ। পথে রানিসায়ের মোড়ের কাছে কিছু ক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়েছিলেন জিরিয়ে নেওয়ার জন্য। ওই সময় একটি লটারির দোকানে ঢুকে দশটি টিকিট কিনেছিলেন তিনি। এর পর দুপুরেই জানতে পারেন, ওই দশটির মধ্যে একটি টিকিটে পুরস্কার মিলেছে। খবর শুনে মুমতাজ উচ্ছ্বসিত হয়েছেন তো বটেই, তবে ভিতরে ভিতরে ভয়ও বাসা বাঁধতে শুরু করে।

Advertisement

সঙ্গে সঙ্গেই খবর দেন তাঁর মালিক কলকাতার বাসিন্দা আলাউদ্দিন খানকে। ওই মালিকই রানিগঞ্জ থানায় খবর দিয়ে বিষয়টি জানান। এর পরই মুমতাজকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাঁকে নিরাপদে কলকাতাতেও পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করে।

মুমতাজ বলেন, ‘‘আমাদের মতো গরিবের জন্য এটা অনেক টাকা। এই টাকা দিয়ে বাড়ি বানাব। দুই মেয়ের বিয়ে দেব। কিন্তু যেমন গাড়ি চালাই, তেমনই চালাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement