রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন রোহিত শর্মা। তিন ইনিংসে সব মিলিয়ে করেছিলেন ১৯ রান। মিডল অর্ডারে ব্যর্থ রোহিত কি মেলবোর্নে আবার ওপেনিংয়ে ফিরবেন? জবাব দিলেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার।
মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে নায়ার জানিয়ে দিয়েছেন, রোহিতই ওপেন করবেন। অর্থাৎ, ব্যাটিং অর্ডারে নামবেন প্রথম তিন টেস্টে ওপেন করা লোকেশ রাহুল। নায়ার বলেন, “রোহিত ব্যাটিং অর্ডারে ওপরে উঠবে। ওই আমাদের হয়ে ওপেন করবে।”
চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন শুভমন গিল। নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে তার জবাবও দিয়েছেন নায়ার। তিনি বলেন, “শুভমনের জন্য খারাপ লাগছে। কিন্তু ওকেও বুঝতে হবে। ওকে বাদ দেওয়া হয়নি। দলের ভারসাম্যের জন্য ওকে বাইরে বসতে হয়েছে।”
এক জন ব্যাটারকে বসিয়ে এক জন অলরাউন্ডারকে খেলানোর অর্থ, এক জন বাড়তি বোলার পাওয়া। সেই কারণেই যে শুভমনকে বসতে হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন নায়ার। তিনি বলেন, “পরিস্থিতি ও পিচ দেখে অনেক সিদ্ধান্ত নিতে হয়। ওয়াশিংটনকে সেই কারণেই নেওয়া হয়েছে। ৫০ ওভারের পর জাডেজার সঙ্গে কাউকে দরকার, যে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখতে পারবে। বিশেষ করে ট্রেভিস হেড ও অ্যালেক্স ক্যারের মতো ক্রিকেটারের বিরুদ্ধে ওয়াশিংটন ভাল করতে পারবে বলেই মনে হয়েছিল আমাদের। তাই ওকে নেওয়া হয়েছে।”
চলতি সিরিজ়ে পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন বিরাট কোহলি। তার পর থেকে তেমন রান পাননি তিনি। রোহিতের ব্যাটেও রান নেই। এই পরিস্থিতিতে দুই ব্যাটার মেলবোর্নে নামার আগে কী ভাবে প্রস্তুতি নিয়েছেন সেই বিষয়টি তুলে ধরেন নায়ার। ভারতের সহকারী কোচ বলেন, “প্রত্যেক ক্রিকেটারের দুর্বলতা থাকে। সেই দুর্বলতার মোকাবিলা করতে হয়। আসল কথাটা হল কী ভাবে আপনি রান করছেন। আমার মনে হয়, আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুরুটা ভাল হওয়া দরকার।”
নায়ার মনে করেন, কোহলি ও রোহিত যে মানের ক্রিকেটার তাতে তাঁরা শুরুটা পেলে বড় রান করার ক্ষমতা রাখেন। তিনি বলেন, “রোহিত, কোহলির থিতু হতে ২৫-৩০ বল লাগে। তার পরে ওদের ছন্দে দেখা যায়। অনুশীলনেও ওরা অনেক ক্ষণ ব্যাট করেছে। শুরুর ২৫-৩০ বল দেখে খেলতে হবে। তা হলেই হবে। আমরা এই বিষয়ে আলোচনাও করেছি।”