প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। —নিজস্ব চিত্র।
প্যান্টোগ্রাফ এবং ওভারডহেডের তার ফেঁসে গিয়ে বিপত্তি ১৩১৩৭ কলকাতা-আজমগড় ট্রেনে। কলকাতা-নয়াদিল্লি আপ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল সোমবার সন্ধ্যায়। ঘটনাটি ঘটেছে আসানসোল রেল ডিভিশনের জোরামো এবং মধুপুর স্টেশনের কাছে।
অঘটনের ফলে বন্দে ভারত থেকে শিয়ালদহ-বালিয়া, মিথিলা এক্সপ্রেস-সহ বেশ কয়েক’টি দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে রেলকর্মীদের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ রুটের কয়েক’টি ট্রেন ধীর গতিতে চালানো হচ্ছে বলে খবর।
এ নিয়ে ডিআরএম চেতনানন্দ সিংহ বলেন, ‘‘দ্রুততার সঙ্গে ওভারহেড তার ঠিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এখন গুরুত্বপূর্ণ ট্রেনগুলিকে আস্তে আস্তে চালানো হচ্ছে। পাশাপাশি কাজও করা হচ্ছে।’’