Delhi

জন্মদিন পালন করতে দিল্লি থেকে গিয়েছিলেন হরিয়ানা, রিসর্টের বাইরে দুষ্কৃতীদের গুলিতে খুন তিন

সোমবার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের দলে তিন জন ছিল। তারা রবিবার ভোরে গাড়ি করে পঞ্চকুলার ওই রিসর্টে আসে। তার পর এলোপাথাড়ি গুলি চালিয়ে তিন জনকে খুন করে পালায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

হরিয়ানার পঞ্চকুলায় পাহাড়ের কোলে এক রিসর্টে জন্মদিন পালন করতে গিয়েছিলেন দিল্লির এক বাসিন্দা। সঙ্গে ছিলেন তাঁর ভাগ্নে এবং আরও এক মহিলা। জন্মদিনের পার্টি চলাকালীন দুষ্কৃতীরা এসে ওই তিন জনকে নির্বিচারে গুলি করে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পুলিশের অনুমান, পুরনো শত্রুতা থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

Advertisement

সোমবার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের দলে তিন জন ছিল। তারা রবিবার ভোরে গাড়ি করে পঞ্চকুলার ওই রিসর্টে আসে। তার পর জন্মদিনের পার্টি থেকে ডেকে পাঠায় ওই রিসর্টে থাকা তিন জনকে। তাঁরা সকলেই দিল্লির বাসিন্দা। গাড়ি বারান্দার সামনে তাঁদের গুলি করে দুষ্কৃতীরা। নিহতদের মধ্যে এক জনের নাম ভিকি। তাঁর জন্মদিন উপলক্ষেই পার্টি চলছিল।

ভোর ৪টে নাগাদ রিসর্ট থেকে পুলিশের কাছে ফোন যায়। সেখানেই গুলিকাণ্ডের খবর জানানো হয়। পুলিশ এসে তিন জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁদের দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে তারা। একই সঙ্গে মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আততায়ীরা মৃতদের পূর্ব পরিচিত। পুরনো কোনও শত্রুতার কারণে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আততায়ীদেরও খোঁজ শুরু হয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement