প্রতীকী ছবি।
বেনাচিতির তালতলা এলাকার যুবক বছর ২৫-এর রাহুল পাসোয়ানকে খুনের অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে, ছ’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিএমইআরআই কলোনি লাগোয়া রাস্তার পাশের জঙ্গল থেকে রাহুলের দেহ উদ্ধার হয়। কয়েক জন স্থানীয় বাসিন্দা দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে, তা ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এলাকাবাসী ও পরিজনদের কাছ থেকে পুলিশ জানতে পারে, রাহুল আরও কয়েক জনের সঙ্গে কাঁধে বস্তা নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে প্লাস্টিকের বোতল-সহ অন্য প্রয়োজনীয় বর্জ্য সংগ্রহের কাজ করতেন। ৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন রাহুল। দেহ উদ্ধারের পরে রাহুলের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাহুলের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত কৃষ্ণ বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাসোয়ানের বাড়ি তালতলা এলাকাতেই। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, তাঁরা এক সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করতেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত চুরির সামগ্রীর ভাগ-বাঁটোয়ারা নিয়ে জঙ্গলের মধ্যে নিজেদের মধ্যে বচসা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা স্বীকার করেছে, সেদিনই রাতে শ্বাসরোধ করে তারা রাহুলকে খুন করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা করা হবে।