Crime News

স্কুলের আলমারি ভেঙে চুরি, সিসি ক্যামেরাও খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা! তদন্ত শুরু পুলিশের

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে জোতরাম বিদ্যাপীঠে। রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে এবং কাঠের জানলা ভেঙে স্কুলের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৩
Share:

লুটপাট হওয়ার পর স্কুলের আলমারি। —নিজস্ব চিত্র।

স্কুলে ঢুকে আলমারি ভেঙে লুটপাটের ঘটনা পূর্ব বর্ধমানের জোতরাম বিদ্যাপীঠে। অভিযোগ, জিনিসপত্র লুটপাটের সঙ্গে সঙ্গে স্কুলের সিসি ক্যামেরাও খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে জোতরাম বিদ্যাপীঠে। রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে এবং কাঠের জানলা ভেঙে স্কুলের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। স্কুলের অফিসঘরে বেশ কয়েকটি আলমারি ছিল। সেগুলোর তালা ভেঙে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। শুক্রবার ওই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্কুলের প্রধানশিক্ষক রতন কুমার ঘোষ বলেন, ‘‘নগদ ১৫ হাজার টাকা এবং প্রধানশিক্ষকের রুমে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক-সহ কিছু জরুরী কাগজ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরা খুলে নিয়ে যাওয়ার কারণে কাউকেই চিহ্নিত করা যায়নি।’’ প্রধানশিক্ষক আরও বলেন, ‘‘শুক্রবার সকালে স্কুলের নিরাপত্তারক্ষী সুবোধ মাঝি আমায় ফোন করে চুরির কথা জানান। তার পর খবর দেওয়া হয়েছিল শক্তিগড় থানায়। পুলিশ স্কুলে আসে। স্কুলের তরফেও থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।’’

Advertisement

স্কুলের সহ-শিক্ষক নীলমাধব মজুমদার বলেন, ‘‘প্রধানশিক্ষকের ঘর-সহ ‘স্টাফ রুম’-এর সব আলমারি এবং ড্রয়ার ভাঙা হয়েছে। সামনের জানুয়ারি মাসে বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান রয়েছে। সে জন্য বিভিন্ন জায়গা থেকে আর্থিক অনুদান তোলা হচ্ছিল। আলমারিতে সেই সমস্ত অর্থ রাখা ছিল। সেগুলো লুট করা হয়েছে।’’ তবে কত টাকা লুট হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি শিক্ষকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement