এ ভাবেই ভাঙচুর চালানো হয়েছে। -নিজস্ব চিত্র।
স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যেখানে আবেদন নেওয়া হচ্ছিল, সেখানে কয়েকজন দুষ্কৃতী ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয়দের। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি কমিউনিটি হলে।
সূত্রের খবর, ঘটনাস্থলে অত্যধিক ভিড় হয়ে গিয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য। সেই সময় লাইনে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। তার মধ্যেই কয়েকজন দুষ্কৃতী টেবিল, মেশিনপত্র ফেলে দেয় ও ভাঙচুর করে বলে অভিযোগ। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান সালানপুরের বিডিও অদিতি বসু। পৌঁছে যায় পুলিশও। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এর পর আবেদনের প্রক্রিয়া পুনরায় শুরু হয়। বিডিও অদিতি বসু জানান, ছোটখাটো একটু অশান্তি হয়েছিল. তিনি নিজে পৌঁছে সমস্যার সমাধান করে দিয়েছেন।
আরও পড়ুন: স্কুল-কলেজ খোলা নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, বোঝালেন শিক্ষামন্ত্রী