Viral

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, দৌড়ে গেলেন আরপিএফ কর্মী, দেখুন ভিডিয়ো

এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে। আরপিএফ কর্মী শিশির কুমারের তৎপরতায় রক্ষা পান ওই যাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১০:১০
Share:

ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। সে সময়ই ব্যাগ নিয়ে তড়িঘড়ি স্টেশনে নামতে গিয়ে প্ল্যাটফর্ম ও রেললাইনের মধ্যে পড়ে গেলেন এক ব্যক্তি। সেই অবস্থাতেই চলল ট্রেন।

Advertisement

ওই যাত্রী পড়ে যেতেই তাঁকে উদ্ধার করতে দৌড়ে এলেন এক আরপিএফের কর্মী। তাঁর তৎপরতাতে মৃত্যুমুখ থেকে ফিরলেন ওই যাত্রী। সোমবার এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা নাগাদ দুর্গাপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল আসানসোল-বর্ধমান লোকাল ট্রেন। আচমকাই ওই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান ওই যাত্রী। শিশির কুমার নামে এক আরপিএফ কর্মীর তৎপরতায় রক্ষা পেয়েছেন তিনি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই যাত্রীকে উদ্ধার করেন শিশির।

Advertisement

ট্রেনটি অবশ্য ধীর গতিতে যাচ্ছিল। যাত্রী পড়ে গিয়েছেন, এটা জানতে পেরেই ট্রেনটি থামানো হয়। ওই যাত্রীকে উদ্ধার করে নিজেদের দফতরে নিয়ে যান আরপিএফ কর্মীরা। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement