Today’s Sports Events

অনুশীলনে নতুন পিচ পাবেন রোহিতেরা? শুভমন কি বাদ পড়বেন, কেমন হবে ভারতের দল, আর কী কী?

রাত পোহালেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। কাল ভোর ৫টা থেকে শুরু খেলা। সব খবর। আইএসএলে কাল নামছে মোহনবাগান। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। মোহনবাগানের সব খবর। থাকছে আইপিএলের খবরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৬:২৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাত পোহালেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। কাল ভোর ৫টা থেকে শুরু খেলা। মেলবোর্নের অনুশীলন উইকেট নিয়ে চলছে বিতর্ক। অস্ট্রেলিয়ার জন্য টাটকা উইকেট দেওয়া হলেও ভারতীয় দলকে অনুশীলনের জন্য দেওয়া হয়েছে পুরনো উইকেট। সব খবর।

Advertisement

আইএসএলে কাল আবার নামছে মোহনবাগান। এই বছরের শেষ ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পঞ্জাব এফসি। মোহনবাগানের সব খবর। থাকছে আইপিএলের খবরও।

রোহিতরা কি অনুশীলনে পছন্দের পিচ পাবেন? বিতর্কের সব খবর

Advertisement

রাত পোহালেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। কাল ভোর ৫টা থেকে শুরু খেলা। ভারতীয় দল কি ঠিক মতো প্রস্তুতি সারতে পারছে? প্রশ্ন উঠছে কারণ, মেলবোর্নের অনুশীলন উইকেট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়ার জন্য টাটকা উইকেট দেওয়া হলেও ভারতীয় দলের অনুশীলনের জন্য বরাদ্দ হয়েছে পুরনো উইকেট। অধিনায়ক রোহিত শর্মার আশা, তাঁদেরও নতুন উইকেটে অনুশীলনের সুযোগ করে দেওয়া হবে। সব খবর।

অশ্বিনের জায়গায় কে, বাদ পড়বেন ফর্মে না থাকা শুভমন? কেমন হবে চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য দল

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে কোন এগারো জনকে খেলাবে ভারত? এই টেস্টে নেই অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। তাঁর জায়গায় কাকে খেলানো হবে? দলে নেওয়া হয়েছে নতুন মুখ তনুশ কোটিয়ানকে। তাঁকে কি খেলানো হবে? ফর্মে না থাকা শুভমন গিল কি বাদ পড়বেন? কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ?

পঞ্জাবের বিরুদ্ধে নামার আগেমোহনবাগানের সব খবর

আইএসএলে কাল আবার নামছে মোহনবাগান। এই বছরের শেষ ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পঞ্জাব এফসি। অ্যাওয়ে ম্যাচে নামার আগে কী ভাবে দলকে প্রস্তুত করছেন কোচ হোসে মোলিনা?

আইপিএল শুরু হতে আড়াই মাস, সব দলের সব খবর

আগামী বছরের আইপিএল শুরু হতে আর আড়াই মাসের সামান্য বেশি বাকি। দল দল তাদের পছন্দ মতো ক্রিকেটারদের কিনে নিয়েছে এ বারের বড় নিলামে। এখন প্রস্তুতির পর্ব। থাকছে আইপিএলের সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement