Raniganj

মিনি বাসে বোলেরোর ধাক্কা, রানিগঞ্জে আহত অনেকে

পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় মিনি বাস ছাড়াও পর পর আরও কয়েকটি গাড়িকে ধাক্কা মারে বোলেরোটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৩:৩০
Share:

রানিগঞ্জে পথ দুর্ঘটনা। নিজস্ব চিত্র।

রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি মিনি বাসে ধাক্কা মারে। রবিবার সকালে এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় মিনি বাস ছাড়াও পর পর আরও কয়েকটি গাড়িকে ধাক্কা মারে বোলেরোটি। এই ঘটনায় ১ শিশু-সহ ৬ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিগঞ্জ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রানিগঞ্জের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিকে আটক করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement