Arrest

পিএইচই-র পাম্প হাউসে যন্ত্রাংশ চুরি! কিনারা করল পুলিশ, মেমারিতে গ্রেফতার চার

অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের মেমারি থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মেমারি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০২:০০
Share:

মেমারি থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। —প্রতীকী চিত্র।

পিএইচই-র পাম্প হাউসে পর পর যন্ত্রাংশ চুরির ঘটনার কিনারা করল পুলিশ৷ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের মেমারি থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল।

Advertisement

বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় ১০টি পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা পাম্প হাউসের ভিতর থেকে প্রেসার ভালভ ও স্টেবিলাইজারকে নিষ্ক্রিয় করে তাঁদের অপারেশন চালাত। ভিতরে থাকা দামি কপারের তার চুরি করে চম্পট দিত। এর সমাধানের জন্য তদন্তকারী অফিসার ও এসওজি গ্রুপকে নিয়ে একটি টিম গঠন করা হয়। তদন্তে নেমে অফিসারেরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, একটিই গ্যাং এই চক্রে যুক্ত। এর ভিত্তিতে মেমারিতে অভিযান চলে। প্রথমে এক জনকে ধরা হয়। তাঁর সূত্র ধরেই বাকি তিন জন গ্রেফতার হন। তাঁদের কাছ থেকে কিছু যন্ত্রপাতি এবং কিছু কপার কয়েল উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement