Extra Marital Relation

বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বর্ধমানের রায়নার যুবক

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার রামজীবনপুর বাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আনা হয়। ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রায়না শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ২২:৫০
Share:

—প্রতীকী চিত্র।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বধূর সঙ্গে সহবাসের অভিযোগে যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ। ধৃতের নাম ইকবাল শেখ ওরফে ইকবাল হোসেন শেখ। রায়না থানার মোগলমারিতে তাঁর বাড়ি।

Advertisement

পুলিশের একটি সূত্রে খবর, সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার রামজীবনপুর বাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আনা হয়। মঙ্গলবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আগামী ১১ জুন ধৃতকে আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

পুলিশ জানিয়েছে, মোগলমারিতেই ওই অভিযোগকারিণীর বাড়ি। বছর খানেক ধরে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছে। সেই সুযোগে ইকবাল ওই বধূকে নানা রকম প্রলোভন দেখান বলে অভিযোগ। এমনকি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই বধূর স্বামী এই পরকীয়ার বিষয়টি জানতে পারার পর তাঁদের দাম্পত্য কলহ চরম আকার নেয়। প্রায় প্রতি দিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। তার মধ্যে ‘প্রেমিক’কে বিয়ে করার কথা বলেন ওই বধূ। কিন্তু ইকবাল বেঁকে বসেন। তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু বিয়ে করতে রাজি হননি যুবক। তার পরেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement