বিক্ষোভ থানায়। নিজস্ব চিত্র
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল বিজেপির দুই কর্মীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনার পরে ওই প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা বর্ধমান থানায় বিক্ষোভ দেখান। ডিএসপি (বর্ধমান সদর) শৌভিক পাত্র ও বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের কালনা রোডের চারতলা গলির কাছে ঘটনাস্থলে যান।
জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’’ পুলিশ জানায়, অভিযুক্ত কৃষ্ণ সিংহ ও অজয় সিংহ ঘটনার পর থেকে পলাতক। তাঁদের খোঁজ চলছে। বিজেপি-র অবশ্য দাবি, মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সৈয়দ সেলিমের অভিযোগ, “দলীয় কার্যালয় থেকে রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছিলাম। সেই সময়ে মোটরবাইকের লুকিং গ্লাসে দেখতে পাই, আমারই এলাকার দু’টি ছেলে বন্দুক তাক করেছে। ওরা এলাকায় বিজেপি করে।’’ তাঁর দাবি, আগাম সতর্ক হয়ে যাওয়ায় তাঁর মাথার উপর দিয়ে গুলি চলে যায়। সেলিমের কথায়, ‘‘মোটরবাইক নিয়ে পড়ে যাই। গুলি চালিয়েই ওরা দ্রুত গতিতে মোটরবাইক নিয়ে পালিয়ে যায়।’’ এলাকাবাসীর দাবি, ঘটনাস্থলে গুলির খোল মিলেছে। একটি মোটরবাইকও পেয়েছে পুলিশ।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
এই ঘটনার পরেই সেলিমের অনুগামীরা বর্ধমান থানায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। গভীর রাতে থানায় যান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট অরূপ দাস। তিনি বলেন, ‘‘অভিযোগ করা হয়েছে। পুলিশকে বিষয়টি তদন্তের জন্য বলেছি।’’ তবে তৃণমূলের একটি অংশের দাবি, ওই ওয়ার্ডে দলের ফল খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য ওই নেতা আগেভাগে ‘সহানুভূতির’ হাওয়া তুলতে চাইছেন। বিজেপির জেলা যুব নেতা শ্যামল রায়ের দাবি, ‘‘বিজেপিতে ঝাঁপ দেওয়ার জন্য ওই কাউন্সিলর ক্ষেত্র প্রস্তুত করে রাখলেন।’’
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ রায়না বাজার থেকে বিজেপির মিছিল এগোচ্ছিল। কিন্তু নির্বাচন কমিশনের এমসিসি দল ও পুলিশ গিয়ে মিছিল আটকে দেয়। তারা জানায়, অনুমতির নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে আর মিছিলের অনুমোদন দেওয়া সম্ভব নয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে শেষ পর্যন্ত মিছিল আর এগোয়নি।