বাম-কংগ্রেসের জাতীয় সড়ক অবরোধ। নিজস্ব চিত্র।
পশ্চিম বর্ধমান জুড়ে চলছে অবৈধ বালি, পাথর, কয়লা এবং লোহা সিন্ডিকেটরাজ—এই অভিযোগ তুলে এ বার শাসক দলের বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামল বামফ্রন্ট ও কংগ্রেস। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন নীতির বিরোধিতা এবং এক গুচ্ছ দাবি নিয়ে রবিবার সকালে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়।
বাম-কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যে এই সব বালি, পাথর, কয়লা, লোহার চোরাকারবারিদের মদত দিচ্ছে শাসক দল। সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সরকার গঠনের দাবিতে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তাঁদের এই আন্দোলন।
আন্দোলন থেকে দাবি তোলা হয়েছে, নতুন কৃষি এবং শ্রম আইন বাতিল করতে হবে। মোট ২০ দফা দাবিতে দুর্গাপুরের বাঁশকোপা মোড়, রানীগঞ্জের পাঞ্জাবীমোড়, কুলটির চৌরঙ্গী মোড়ে অবরোধ শুরু হয়। কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
বিক্ষোভের ফলে আসানসোল থেকে ঝাড়খণ্ড হয়ে দিল্লিগামী, দিল্লি থেকে ঝাড়খণ্ড হয়ে কলকাতাগামী যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ঘণ্টা খানেক চলে এই অবরোধ। জাতীয় সড়কের পাশাপাশি পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড রাজ্য সড়কও অবরোধ করে এই জোটের নেতা, কর্মীরা। পরে পুলিশি তৎপরতায় অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক।