ভাতারে তৃণমূলের যোগদান মেলা। নিজস্ব চিত্র
দল বদলে তৃণমূলে যোগ দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের বহু বাম এবং বিজেপি কর্মী। রবিবার ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তাঁরা। যদিও দলত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন বাম এবং বিজেপি উভয় শিবিরই।
তৃণমূলের দাবি, ভাতারের বলগোনা এবং নিত্যানন্দপুর অঞ্চলের একাধিক গ্রাম থেকে বিজেপির প্রায় ৭০০ কর্মী, সমর্থক রবিবার দলবদল করেছেন। পাশাপাশি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন শতাধিক। রাজ্যের আরও ২১২টি কেন্দ্রের মতো তৃণমূল জয় পেয়েছে পূর্ব বর্ধমানের ভাতারেও। ওই কেন্দ্রে ৩১ হাজারেরও বেশি ভোটে জিতেছে তৃণমূল। মানগোবিন্দর দাবি, ‘‘ভোটের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন দলের তরফে অনেকেই আবেদন নিবেদন করছিলেন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাঁদের দলে নেওয়া হচ্ছে। আগামী দিনে এলাকার উন্নয়নে তাঁদের কাজে লাগানো হবে।’’
দলীয় কর্মীদের দলত্যাগকে আমল দিতে নারাজ বিজেপি। ভাতারের বিজেপি নেতা রাজকুমার হাজরা বলেন, ‘‘যাঁরা আরএসএস এবং বিজেপি-র নীতি-আদর্শে বিশ্বাসী তাঁরা কখনই দলত্যাগ করবেন না। তৃণমূল ভয় দেখিয়ে জোর করে দলে যোগদান করাচ্ছে।’’ দলে রক্তক্ষরণ হচ্ছে বলে মানছেন না স্থানীয় সিপিএম নেতৃত্বও। ভাতারের সিপিএম প্রার্থী নজরুল হকের সংক্ষিপ্ত উত্তর, ‘‘আমাদের কর্মীরা কেউ দলত্যাগ করেনি।’’