প্রতিবাদে পথে পড়ুয়া থেকে শিক্ষকেরা

এ দিন দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-মিছিল করেন শিক্ষক শিক্ষিকারা। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে এই মিছিল হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০২:০৩
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে শিক্ষক ও কর্মচারীদের প্রতিবাদ মিছিলে। সোমবার। নিজস্ব চিত্র

জেএনইউ-এ পড়ুয়াদের উপরে হামলার প্রতিবাদে সোমবার দিনভর সভা-মিছিল হল জেলার নানা প্রান্তে। ছাত্র এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি পথে নামল নানা রাজনৈতিক দলও।

Advertisement

এ দিন দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-মিছিল করেন শিক্ষক শিক্ষিকারা। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে এই মিছিল হয়। ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অংশুমান কর, অরূপ চট্টোপাধ্যায়, শুভপ্রসাদ নন্দী মজুমদার প্রমুখ। তাঁরা এই আক্রমণকে ‘উগ্র’ দাবি করে ধিক্কার জানান।

জেলা যুব তৃণমূলের তরফে শহরের টাউন হল থেকে একটি মিছিল করা হয়। নানা পথ ঘুরে কার্জন গেটে তা শেষ হওয়ার পরে একটি সভার আয়োজন হয়। মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, বিধায়ক নিশীথ মালিক, জেলা যুব তৃণমূল সভাপতি তথা বিধায়ক সুভাষ মণ্ডলেরা। তাঁরা এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলে সমালোচনা করেন। কাটোয়া শহরেও মিছিল করে যুব তৃণমূল। শহরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বেরোয়। সংগঠনের শহর যুব সভাপতি রণদেব ঘোষের অভিযোগ, ‘‘জেএনইউ-তে বিজেপির গুন্ডারা পড়ুয়াদের উপরে অত্যাচার করেছে।’’

Advertisement

ঘটনার প্রতিবাদে পথে নামে এসএফআই এবং ডিওয়াইএফ-ও। এ দিন তারা বর্ধমানের পার্কাস রোডে একটি প্রতিবাদসভা করে। সেখানে ছিলেন দুই সংগঠনের নেতা দীপঙ্কর দে, অনির্বাণ রায়চৌধুরীরা। তাঁরাও ঘটনার নিন্দায় সরব হন। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ওঠে। সিপিএমের উদ্যোগে এ দিন মেমারিতে মশাল মিছিল হয়। মিছিল শেষে একটি পথসভা করা হয়। ছিলেন দলের নেতা সনৎ বন্দ্যোপাধ্যায়। এসএফআইয়ের গুসকরা লোকাল কমিটি এবং ডিওয়াইএফের গুসকরা পূর্ব আঞ্চলিক কমিটির তরফে প্রতিবাদ মিছিল করা হয়। গুসকরা বাসস্ট্যান্ডে পথসভাও হয়। ছিলেন এসএফআই নেতা বিশ্বরূপ হাজরা, ডিওয়াইএফ নেতা এরফান শেখরা।

জেএনইউ-এর ঘটনা নিয়ে ভুল প্রচার হচ্ছে বলে পাল্টা দাবি করেছে এবিভিপি। সংগঠনের বর্ধমান বিভাগ প্রমুখ আশিসকুমার পালের অভিযোগ, ‘‘ওখানে আমাদের সংগঠনের লোকজনকে মারধর করার পরে নজর ঘোরাতে নাটক করছে এসএফআই।’’ শিক্ষাঙ্গনটা মারামারি করার জায়গা নয় জানিয়ে এ দিন কাটোয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘‘কিন্তু মারামারিটা কে আমদানি করেছে? কমিউনিস্টরা করেছে, এসএফআই করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement