রবীন্দ্র ভবনে পাশাপাশি। নিজস্ব চিত্র।
তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার প্রচারে শুক্রবার জেলায় আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহা। তিনি বিজেপি বিরোধী আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান। তাঁর আশা, উপনির্বাচনে তৃণমূলের জয়ই সেই আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলবে। যদিও তেমন কোনও সম্ভাবনাই নেই বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব।
এ দিন আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের এক কর্মিসভায় যোগ দেন যশবন্ত সিনহা। তিনি অভিযোগ করেন, গত ১২ দিন ধরে লাগাতার পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি করে চলেছে কেন্দ্র সরকার। এর ফলে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। স্বাভাবিক ভাবে দেশের অর্থনীতি সঙ্কটের মধ্যে পড়ছে। তাঁর দাবি, এর থেকে মুক্তি পেতে হলে কেন্দ্র বিরোধী আন্দেলনকে শক্তিশালী করে তুলতে হবে। আসানসোলের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করে সেই আন্দোলন আরও জোরদার হবে বলে মনে করেন তিনি।
আসানসোল উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী যশবন্ত সিনহার মন্তব্য প্রসঙ্গে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, “আশা করা ভাল! তবে অতিরিক্ত আশা ভাল নয়। কারণ, শিল্পাঞ্চলের মানুষ রাজ্যের আসল চেহারাটা দেখে ফেলেছেন। তাই প্রশংসাপত্র হাতে সারবত্তাহীন কথায় কাজ হবে না।”
এ দিকে, এ দিন বার্নপুর পুরানহাটের একটি কমিউনিটি হলে দলের প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কুলটির মিঠানিতে শত্রুঘ্ন সিন্হার প্রচারে আসেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। রানিগঞ্জে রোড-শো করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।