আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। —নিজস্ব চিত্র।
কয়লা-কাণ্ডে ধৃত লালা ঘনিষ্ঠ চার জনকে ফের সিবিআই হেফাজতে পাঠাল আদালত। সোমবার ধৃতদের আসানসোলের সিবিআই আদালতে তোলা হয়েছিল। বিচারক তাদের সকলকে আরও চার দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ধৃত জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নারায়ণ নন্দ এবং নীরোদ মণ্ডলকে সোমবার আসানসোলের সিবিআই আদালতে আদালতে পেশ করা হয়েছিল। সিবিআই-এর তরফে ধৃতদের চার দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। বিচারক সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে। এর পর সিবিআই আধিকারিকেরা ওই চার জনকে নিয়ে কলকাতা রওনা দেন।
সিবিআই আধইকারিকরা মনে করছেন, কয়লাপাচার-কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সহযোগী হিসাবেই কাজ করত ধৃতরা। তাঁদের আরও ধারণা, অভিযুক্তদের দায়িত্ব ছিল মূলত পরিত্যক্ত খাদান থেকে কয়লা তোলা এবং তা বিভিন্ন জায়গায় পাঠানো। ফের তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই।