Shah Rukh Khan

Hashish Side Effects: চরস নিতেন শাহরুখ-তনয় আরিয়ান, কেন গোলমেলে এই মাদক, কেনই বা এত চাহিদা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাদকের মধ্যে পড়ে চরস। তবে বিভিন্ন দেশেই এই মাদক নিষিদ্ধ। চরস দেওয়া চকোলেট-কুকি-কেক-ব্রাউনি খাওয়াও প্রচলিত বহু দেশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৮:৩৫
Share:

চরস ও অন্যান্য মাদক-সহ ধরা পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

চরস-সহ ধরা পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তা নিয়ে তোলপাড় চলছে মুম্বইয়ে। কিন্তু চরস কী? তা নিয়ে এত বিধি-নিষেধ কেন? তার থেকে কী ক্ষতি হতে পারে শরীরে? সত্যিই কি চরস স্বাস্থ্যের জন্য ভাল নয়?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাদকের মধ্যে পড়ে চরস। তবে বিভিন্ন দেশেই এই মাদক নিষিদ্ধ। এটি নিয়ে উত্তেজনা রয়েছে বহু জায়গায়। চরস যেমন সিগারেটের মতো খাওয়া হয়, তেমন চরস দেওয়া চকোলেট-কুকি-কেক-ব্রাউনি খাওয়াও প্রচলিত বহু দেশে। গাঁজা গাছ থেকেই তৈরি হয় এই চরস।

Advertisement

প্রতীকী ছবি।

সনৎ সিংহ।

গাঁজা গাছ থেকে তৈরি হলেও, সাধারণ গাঁজার তুলনায় চরসের গুণ অনেক বেশি। সহজেই এর প্রভাব মস্তিষ্ক ও শরীরের উপর পড়ে।

মন ও শরীরের উপর কেমন প্রভাব ফেলতে পারে চরস? চিকিৎসকেরা বলেন, উদ্বেগ, প্যানিক অ্যাটাকের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। বিভ্রম তৈরি হওয়া বা ভুল দেখার সমস্যাও হয়। বাড়তে পারে রক্তচাপ। শুধু তাই নয়, এর ফলে ফুসফুসেও চাপ পড়ে। কাশি, বুকে ব্যথা হওয়ার আশঙ্কা দেখা দেয়। অতিরিক্ত চরস নিলে স্মৃতিশক্তির উপরও প্রভাব পড়ে নিয়মিত। কমতে পারে বোধশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement