অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেন। ফাইল ছবি।
আসানসোল জেলে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচারকাণ্ডে সহগল হোসেনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগলকে তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি গ্রেফতার করেছে।
গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল সহগলকে। আদালতের নির্দেশে তিনি ছিলেন আসানসোল জেলে। শুক্রবার, এই মামলায় ইডির মামলার প্রেক্ষিতে জেলে গিয়ে সহগলকে জিজ্ঞাসাবাদ করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। আসানসোলের অবসরকালীন বেঞ্চে তাঁকে তোলা হবে বলে ইডি সূত্রে খবর।
অভিযোগ, কী ভাবে এক জন সাধারণ সরকারি কর্মী সহগলের এত কোটি কোটি টাকার সম্পত্তি হল তা জানতেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। ইডি সূত্রে খবর, তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না। ইডির আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও দাবি। এই প্রেক্ষিতে আসানসোল থেকেই দিল্লির আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। দিল্লির সবুজ সঙ্কেত পাওয়ার পরই সহগলকে গ্রেফতারির সিদ্ধান্ত।
ইডি সহগলকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালাতে চায় বলে জানা গিয়েছে। তা হলে তাঁকে কি দিল্লি নিয়ে যাওয়া হবে?