পুজোর মরসুমের উপরেই নির্ভরশীল তাঁদের সারা বছরের আয়ের বড় অংশ। এ বার করোনার আবহে কেমন বরাত পাচ্ছেন নানা শিল্পের সঙ্গে জড়িতেরা, খোঁজ নিল আনন্দবাজার। করোনা-পরিস্থিতিতে পুজোর মুখে বিষাদের সুর ঢাকিপাড়ায। শক্তিগড় থেকে মন্তেশ্বরের, নানা এলাকায় বহু ঢাকিই এ বার বায়না না পেয়ে চিন্তায় পড়েছেন।
Advertisement
সুপ্রকাশ চৌধুরী ও সুদিন মণ্ডল
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০০:৩১
Share:
ডাক আসতে পারে, এই আশায় আমড়া গ্রামে ঢাকিদের প্রস্তুতি। নিজস্ব চিত্র।