কুয়াশাতে ঢেকেছে রাস্তা। নিজস্ব চিত্র।
শীতের শুরুতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গাতেও মঙ্গলবার সকালে ছিল ঘন কুয়াশা। যার জেরে যান চলাচল করছে ধীর গতিতে। বেলা বাড়তে বেড়েছে কুয়াশার দাপটও।
পূর্ব বর্ধমানের সর্বত্রই কমবেশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। খুব কাছের জিনিসও দেখা যাচ্ছে না। হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বর্ধমান-হাওড়া মেইন ও কর্ড শাখায় ট্রেন চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে। একই অবস্থা বর্ধমান-রামপুরহাট ও আসানসোল রেলপথেও। কুয়াশার জেরে দুরপাল্লার ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে।
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য অনেক দূরপাল্লার লরি ও বাস থেমে গেছে। ফলে রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনায় কম। বর্ধমান শহর ছাড়াও রায়না, খণ্ডঘোষ, ভাতার, গলসি, কাটোয়াতেও চিত্রটা অনেকটা একই রকম।