BJP

কৃষি আইন নিয়ে তরজায় বিজেপি, বিরোধীরা

সায়ন্তনবাবুর বক্তব্যের বিরোধিতা করেছেন বিরোধীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০২:৩২
Share:

ধাদকায়। নিজস্ব চিত্র

নতুন কৃষি আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলি, বুধবার আসানসোলের ধাদকায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

Advertisement

সায়ন্তনবাবুর আরও অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্যে বেশ কিছু সিন্ডিকেট আছে, যারা কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে বাজারে চড়া দামে বিক্রি করে।’’ তাঁর দাবি, এই আইনের ফলে কৃষকেরা ফসলের উপযুক্ত দাম পাবেন। পাশাপাশি, রাজ্যের শিল্প-পরিস্থিতিও বেহাল বলে সায়ন্তনবাবু অভিযোগ করেন।

তবে সায়ন্তনবাবুর বক্তব্যের বিরোধিতা করেছেন বিরোধীরা। কংগ্রেসের জেলা সভাপতি তরুণ রায় বলেন, ‘‘চাষিদের পক্ষে আইন হলে, আলোচনা না করে বিল পাস করানো হল কেন? তাঁদের ভালর জন্যই যদি আইন হয়, তহে কৃষকেরা আন্দোলন করছেন কেন?’’ তৃণমূলের জেলার অন্যতম মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘‘এই আইনের জেরে চাষিদের অধিকার আরও খর্ব করা হল।’’ শিল্প প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘কে কী বলল তাতে যায় আসে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement