নিজস্ব চিত্র।
কৃষি আইনের প্রতিবাদে শুক্রবার রানিগঞ্জের পাঞ্জাবী মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করে তারা।
সিপিএমের রাজ্য কমিটির নেতা ও প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী বলেন, “কৃষি আইন প্রত্যাহার না করলে গোটা দেশজুড়ে আন্দোলনে নামব আমরা।” এর পরই রাজ্য সরকারকে এই কৃষি বিল নিয়ে আক্রমণ করেন তিনি। বংশগোপালের অভিযোগ, কৃষি আইন নিয়ে সে ভাবে কোনও প্রতিবাদ করছে না রাজ্য সরকার।
আন্দোলন চলাকালীন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন ও পশ্চিম বর্ধমান জেলা শাসক পুর্ণেন্দু মাজি ওই জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন সিপিএম কর্মী ও সমর্থকরা। আন্দোলনকারীরা কার্যত পুলিশ কমিশনারের গাড়ির সামনে শুয়ে পড়েন। বাধ্য হয়ে পুলিশ কমিশনার ও জেলাশাসককে গাড়ি ঘুরিয়ে নিতে হয়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর অবরোধ ওঠে।