বাইরে বেরনোর যথাযথ কারণ দেখাতে না পারায় পুলিশের হাতে আটক। মেমারির বামুনপাড়া মোড়ে। নিজস্ব চিত্র
রাস্তার মোড়ে আটকে জেরা করছে পুলিশ। কোথাও থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও আবার আটকে রাখা হচ্ছে দীর্ঘক্ষণ। তার পরেও সকালের দিকে রাস্তায় রীতিমতো ভিড় হচ্ছে জেলার নানা এলাকায়, উঠছে এমনই অভিযোগ। ‘লকডাউন’ মিশ্র ছবি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের নানা এলাকায়। বর্ধমান শহর-সহ নানা এলাকায় সকালের দিকে রাস্তাঘাটে অনেক বাসিন্দাকে বেরোতে দেখা যাচ্ছে। পুলিশ নানা মোড়ে টহল দিচ্ছে। জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট না হলে আটক করে থানাতেও নিয়ে যাওয়া হচ্ছে অনেককে। তবে বাজারে ভিড়ের ছবি পাল্টাচ্ছে না।
ভাতার কিসানমান্ডিতে এ দিন ১২ কেজির ভেটকি দেখতে জমায়েত করেন অনেকে। বিক্রেতাদের দাবি, এত বড় ভেটকি ইদানীং বাজারে আসেনি। মাছ বিক্রেতা সাইদুল ইসলাম শেখ জানান, ভাতারের শুনুর-ঘুঘিয়া গ্রামের একটি পুকুর থেকে এই মাছটি ধরা পড়েছে। কিসানমান্ডির মাছের আড়তে নিয়ে আসা হলে ৫৪০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে ভিড় সামাল দেয়।
রাস্তায় বেরনো আটকাতে মেমারি থানার পুলিশ ‘শাস্তি’র ব্যবস্থা করেছে। শনিবার দুপুরে বামুনপাড়া মোড়ে নজরদারির সময়ে মোটরবাইক, সাইকেল আরোহীদের দাঁড় করানো হয়। সেখানে একটি জায়গা দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছিল। মোটরবাইক ও সাইকেল আরোহীরা কেন বেরিয়েছেন, তার সদুত্তর না পেলেই দড়িতে ঘেরা ওই জায়গায় নিয়ে দাঁড় করানো হয়। প্রায় আধ ঘণ্টা ধরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধাপে-ধাপে ২২ জনকে আটকে রাখা হয়। পুলিশের এক আধিকারিক জানান, ওঠবোস করানো নিয়ে নানা বিতর্ক তৈরি হচ্ছে। সে জন্য শুধু দাঁড় করিয়ে রাখা হয়। ‘লকডাউন’-এর সময়ে অযথা যাতে কেউ বাড়ির বাইরে না বেরোন, সেই বার্তা দিতেই এই ব্যবস্থা বলে জানায় পুলিশ।
খণ্ডঘোষে একই পরিবারের দু’জনের করোনা-পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরে সেই গ্রামকে কেন্দ্র করে তিন কিলোমিটার ব্যাসার্ধের এলাকা ‘সিল’ করা হয়েছে। সেখানে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ। এ ছাড়া, চার পাশে আরও সাত কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ১৪টি গ্রামে নিবিড়-সংযোগ রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বর্ধমান শহরের জিটি রোডের কার্জন গেট চত্বরে, পার্কাস রোড মোড়, বাজেপ্রতাপপুর বাজার-সহ কিছু জায়গায় শনিবার নজরদারি চালায় পুলিশ। উপযুক্ত কারণ ছাড়া, বাইরে বেরনোর অভিযোগে বর্ধমান স্টেশন এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়।