প্রতীকী ছবি।
দলের পদে না থাকা কিছু লোকজন পঞ্চায়েত ভোটের জন্য প্রার্থীর নাম সংগ্রহ করছেন, সমাজমাধ্যমে ব্লক তৃণমূল সভাপতির এমন পোস্ট ঘিরে বিতর্ক বেধেছে কাঁকসায়। দলের অন্দরে সে নিয়ে চাপান-উতোর তৈরি হয়েছে। কটাক্ষ করেছে বিজেপি। এমন পরিস্থিতিতে, সমাজমাধ্যম থেকে সে পোস্ট মুছে দিয়েছেন কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তবে সরকারি ভাবে এখনও সে ঘোষণা হয়নি। দিন তিনেক আগে ভবানী সমাজ মাধ্যমে লেখেন, ‘কাঁকসা ব্লকের সমস্ত কর্মী সমর্থকদের জানাই কিছু অবাঞ্ছিত ব্যক্তি (দলে যাঁদের কোনও পদ নেই) তাঁরা পঞ্চায়েতের প্রার্থীর নাম সংগ্রহ করছেন।…প্রার্থী বাছাইয়ের অধিকার দল তাঁদের দেয়নি।…’ এ নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। কাদের উদ্দেশ্যে এমন অভিযোগ, সে নিয়ে জল্পনা তৈরি হয় কাঁকসায়।পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে ভবানীর দাবি, ‘‘সাধারণ কর্মীদের বিভ্রান্তি দূর করতেই আমি পোস্টটি করেছিলাম। আমাদেরই দলের কিছু লোক, যাঁদের দলে কোনও
পদে নেই, বিভিন্ন লোকজনের কাছে গিয়ে পঞ্চায়েতের প্রার্থী করবেন বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পঞ্চায়েত ভোট নিয়ে দল কোনও নির্দেশিকা পাঠায়নি।’’ বিষয়টি দলের উচ্চতর নেতৃত্বকে জানানোর প্রয়োজনীয়তা অবশ্য বোধ করেননি বলে দাবি ভবানীর।
তৃণমূলের একটি সূত্রের দাবি, ভবানীর অভিযোগের তির এর আগে দায়িত্বে থাকা নেতা-কর্মীদের দিকে। দলেক প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সীর প্রতিক্রিয়া, ‘‘যিনি বলেছেন, তিনি জানবেন এবং যাঁদের উদ্দেশ্যে বলেছেন, তাঁরা জানবেন। আমার কিছু বলার নেই। তবে এই ধরনের কথা সমাজ মাধ্যমে না বলে, দলের অভ্যন্তরে বলা উচিত ছিল।’’ বিজেপির জেলা (বর্ধমান সদর) সহ-সভাপতি রমন শর্মার দাবি, ‘‘অস্তিত্বের সঙ্কটে ভুগছেন তৃণমূলের ব্লক সভাপতি। সমাজ মাধ্যমে পোস্ট করে সেটাই পরিষ্কার করে দিয়েছেন। আসলে, গোটা দলটাই অস্তিত্বের সঙ্কটে পড়েছে। কোনও নিয়ন্ত্রণ নেই।’’