বার্নপুরে নিজস্বী স্থল (সেলফি জ়োন) করা নিয়ে তৈরি হল বিতর্ক। — নিজস্ব চিত্র।
বার্নপুরে নিজস্বী স্থল (সেলফি জ়োন) করা নিয়ে তৈরি হল বিতর্ক। পুরসভা আঙুল তুলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইস্কো (ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি)-র দিকে। ইস্কোর তরফে দাবি করা হল, অনুমতি ছাড়াই নির্মাণ কাজ হচ্ছিল বলে বাধা দেওয়া হয়েছে। তা নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলাদের একাংশ।
আসানসোল পুরনিগম ‘আই লভ বার্নপুর’ লেখা ‘নিজস্বী স্থল’ তৈরি করতে উদ্যোগী হয়েছে। তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্রের অভিযোগ, ইস্কো কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছেন না। তিনি জানিয়েছেন, পুরনিগমের উদ্যোগে আসানসোলের বারি ময়দান এবং ত্রিবেণী মোড়ে দু’টি আলাদা ‘আই লভ বার্নপুর’ লেখা নিজস্বী স্থল তৈরি করতে চাইছে আসানসোল পুরনিগম। সেই কাজে ইস্কো বাধা দিচ্ছে। তাদের কাছে অনুমতি নিতে হবে বলে দাবি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘‘আসানসোল পুরনিগম থেকে চিঠি দেওয়া হলেও বছর পার হয়ে গেছে। অনুমতি এখনও পাওয়া যায়নি।’’
ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানিয়েছেন, বার্নপুরের অধিকাংশ জায়গা ইস্কোর মালিকানাধীন। লিখিত আবেদন ছাড়া জমি দেওয়া যায় না। তাঁর কথায়, ‘‘সম্ভবত অনুমতি না নিয়ে নির্মাণের কাজ হচ্ছিল। তাই বাধা দেওয়া হয়েছে। এই নিয়ে বিতর্কের কিছু নেই।’’