solar electricity

নতুন বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু, জানাল কোল ইন্ডিয়া

সিআইএল সূত্রে জানা গিয়েছে, সংস্থা মোট ৩৫টি খনিতে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট গড়তে উদ্যোগী হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০২:১৬
Share:

প্রতীকী ছবি।

নতুন বছর থেকে সৌরবিদ্যুৎ উৎপাদনে নামছে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। রবিবার ঝাঁঝরা খনি পরিদর্শনে এসে এ কথা জানালেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল। তিনি বলেন, ‘‘দূষণ কমাতে একের পর এক পরিবেশবান্ধব পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সিআইএল। তাই সৌরবিদ্যুৎ উৎপাদনে বেশি জোর দেওয়া হচ্ছে। নতুন বছরেই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।’’

Advertisement

এ দিন ঝাঁঝরায় কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের উদ্বোধন করেন প্রমোদবাবু। সিআইএল সূত্রে জানা গিয়েছে, সংস্থা মোট ৩৫টি খনিতে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট গড়তে উদ্যোগী হয়েছে। ঝাঁঝরা তার মধ্যে অন্যতম। প্রচলিত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরে তা ডাম্পারে করে সাইডিংয়ে পাঠানো হয়। সিআইএল-এর দাবি, কয়লা উত্তোলনে খুব বেশি দূষণ হয় না। কিন্তু সাইডিংয়ে কয়লা নিয়ে যাওয়ার সময়ে কয়লার গুঁড়ো উড়ে অনেক বেশি দূষণ ছড়ায়। কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মাধ্যমে উত্তোলিত কয়লা কনভেয়ার বেল্টের মাধ্যমে সাইডিংয়ে চলে যাবে। তা ছাড়া এই পদ্ধতিতে কয়লার অতিরিক্ত ধুলো আগেই পরিষ্কার করার ব্যবস্থা থাকে।

প্রমোদবাবু জানান, বর্তমানে বছরে ছশো মিলিয়ন টন কয়লা উৎপাদন হয়। তার মধ্যে এখন দেড়শো মিলিয়ন টন কয়লা কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মাধ্যমে সাইডিংয়ে পাঠানো যাচ্ছে। ৩৫টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে প্রায় পাঁচশো মিলিয়ন টন কয়লা কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মাধ্যমে সাইডিংয়ে পাঠানো সম্ভব হবে। তিনি বলেন, ‘‘এর ফলে দূষণ অনেকটাই কমে যাবে।’’ দূষণ আরও কমাতে সৌরবিদ্যুৎ উৎপাদনে সিআইএল নামছে বলে জানিয়েছেন তিনি। কয়লা মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রক সিআইএলকে ‘নেট-জিরো এমিশনস’ সংস্থা হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। সেই মতো পদক্ষেপ নিতে শুরু করেছে সিআইএল। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব হয়ে উঠবে সংস্থা। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণের মাত্রা কমবে তেমনই দেশে অচিরাচরিত শক্তি উৎপাদনের পরিমাণও বাড়বে। কমবে কয়লার উপর নির্ভরশীলতা। তা ছাড়া কোল ইন্ডিয়ার কাজকর্ম পরিচালনার জন্য যে বিপুল পরিমাণ বিদ্যুতের বিল দিতে হয়, তা থেকেও রেহাইপাবে সংস্থা।

Advertisement

সিআইএল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে ‘সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে চুক্তি হয়েছে। খনির বড় বড় ভবনের ছাদের উপরে সোলার প্যানেল বসানো হবে। অন্য দিকে, পড়ে থাকা ফাঁকা জায়গাতেও সোলার প্যানেল বসানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement