চিন্ময় ভট্টাচার্য। নিজস্ব চিত্র javedarafin@gmail.com
টানা ছ’বার ভোটে দাঁড়িয়ে জয়ের খাতা খুলেছেন এক বারই। হেরেছেন টানা পাঁচ বার। কালনা ২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের মিরহাটের বাসিন্দা চিন্ময় ভট্টাচার্য এ বারও কংগ্রেসের টিকিটে মনোনয়ন জমা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৪ সালে কালনা কলেজ থেকে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ১৯৯৩ সালে পঞ্চায়েতে প্রার্থী হয়ে ২৯৯ ভোটে জেতেন। বৈদ্যপুর পঞ্চায়েতের প্রধানও হন। এর পরে টানা পাঁচ বার ভোটে লড়লেও জয় পাননি। এর মধ্যে এক বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পঞ্চায়েত সমিতির আসনে। এ বারও পঞ্চায়েতের আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘পরপর পাঁচ বার হেরেছি বলে মনোবল একটুও ভাঙেনি। জেতার জন্য নিজের একশো শতাংশ দেব। আশা করছি, হারের ডবল হ্যাটট্রিক হবে না।’’
অকৃতদার এই নেতা জানান, বাম জামানায় প্রধান থাকাকালীন বই চুরির অভিযোগে ১৯ দিন জেল খাটতে হয়েছে তাঁকে। পরে সে মামলায় বেকসুর খালাস হন। আর্থিক প্রলোভন দেখিয়ে দলবদল, ভোটে না দাঁড়ানোর জন্য ভয় দেখানোর মতো নানা পরিস্থিতির সামনেও পড়তে হয়েছে বলে দাবি তাঁর। তবু লড়াই থেকে পিছপা হননি। তিনি জানান, হতাশা গ্রাস করলে বৃদ্ধা মা পুষ্পরানি ভট্টাচার্য সাহস জোগান।