TMC

পুরকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেনি প্রশাসন, ক্ষোভ জানিয়ে কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমানের চেয়ারম্যান

চেয়ারম্যানকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তিনি আর মঞ্চে ওঠেননি। এ বিষয়ে জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা বলেন, ‘‘আমরা পুরসভার কাছে কৃতজ্ঞ কার্নিভাল খুব ভাল ও সফল হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ০০:৩৭
Share:

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। নিজস্ব চিত্র।

পুজো কার্নিভালের মঞ্চ থেকে প‌ুরকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়নি, এই অভিযোগে অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে চলে গেলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। তাঁর ক্ষোভ, গত দু’মাস ধরে কার্নিভালের প্রস্তুতিতে অক্লান্ত পরিশ্রম করেছেন পুরকর্মীরা। অথচ তাঁদের উদ্দেশে মঞ্চ থেকে কোনও সৌজন্য প্রকাশ করা হল না। এই ‘অন্যায়’ তিনি মেনে নিতে না পেরে মঞ্চ থেকে নেমে এসেছেন, এমনটাই দাবি। পাশাপাশি, তাঁর এই মঞ্চ ত্যাগ কারও বিরুদ্ধে ক্ষোভ দেখানোর উদ্দেশে নয় বলেও চেয়ারম্যান জানিয়েছেন।

Advertisement

পরেশ বলেন, ‘‘কার্নিভাল খুব ভাল হচ্ছে আমার কারও বিরুদ্ধে ক্ষোভ বা রাগ নেই। আমার একটাই দুঃখ, গত দু’মাস ধরে পুরকর্মীরা কার্নিভালের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু দুঃখের বিষয় এ দিন কার্নিভালের মঞ্চ থেকে এক বারের জন্যও তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করা হল না।’’ এ প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ‘‘রাস্তা পরিস্কার করা, দুর্গাপুজো থেকে কার্নিভাল, সব কিছু প্রস্তুত করেছে দু-আড়াই হাজার পুরকর্মী। তাঁদের ধন্যবাদ জানানো হল না।’’ এর পর তিনি ক্ষোভের সুরে বলেন, ‘‘আমি এক জন সামান্য শিক্ষক, আমার বয়স হয়েছে তাই আমি কারও অন্যায়টা গিলতে পারি না।’’

চেয়ারম্যানকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তিনি আর মঞ্চে ওঠেননি। এ বিষয়ে জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা বলেন, ‘‘আমরা পুরসভার কাছে কৃতজ্ঞ কার্নিভাল খুব ভাল ও সফল হয়েছে।’’

Advertisement

প্রসঙ্গত, অন্যান্য জেলার পাশাপাশি বর্ধমান শহরেও কার্নিভালের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement