এনামুল। ফাইল চিত্র।
গরুপাচার-কাণ্ডে মূল চক্রী এনামুল হকের জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের সিবিআই আদালত। ফের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে তাঁর। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জানুয়ারি।
আগের শুনানিতে এনামুলের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরি জমা দিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী। বুধবার ২টি বড় বড় ব্যাগ ভর্তি প্রচুর নথিপত্র জমা দেন। সেই তথ্যের এবং সিবিআই আনইজীবীর বক্তব্যের ভিত্তিতে এনামুলের জামিনের আবেদন নামঞ্জুর হয়ে যায়।
সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, এনামুল যথেষ্ট প্রভাবশালী। তাই এক বার যদি জামিন পেয়ে যান তা হলে পাসপোর্ট জমা থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তখন আর কোনও ভাবেই তাঁর নাগাল পাওয়া যাবে না। আর এনামুল এই তদন্তে সিবিআইকে কোনও সাহায্যও করছেন না। তাই তার জামিনের আবেদন খারিজ করা হোক। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, গরুপাচারের কোটি কোটি টাকা হাওয়ালা মাধ্যমে বিদেশে পাচার হয়ে গিয়েছে।