জাতীয় সড়কের পাশের ড্রেনে উল্টে পড়ে আছে বাস। — নিজস্ব চিত্র।
জাতীয় সড়কে উল্টে গেল বেসরকারি বাস। ঘটনায় কয়েক জন যাত্রী আহত হয়েছেন। পূর্ব বর্ধমানের নবাবহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে বাস দুর্ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়।
বাসটি আরামবাগ থেকে বরাকর যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, নবাবহাটের মোড়ের কাছে জাতীয় সড়কের উপর বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই চালক স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারান। বাসটি জাতীয় সড়ক থেকে নেমে পাশের বড় নালায় উল্টে পড়ে। আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে হাত লাগান। স্থানীয়দের দাবি, সেই সময় বাসে জনা ১৫ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত আট জন আহত হন। তাঁদের স্থানীয়রাই নিকটবর্তী বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণ জাতীয় সড়কে যানবাহন চলাচল থমকে যায়।
বাসকর্মী অমিত ঠাকুর জানান, বর্ধমানের তেলিপুকুর এলাকায় দাঁড়ানোর পর নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে ভাল গতি তুলেছিল বাসটি। নবাবহাট মোড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের বড় নর্দমায় বাসটি উল্টে যায় বলে দাবি তাঁর। বর্ধমান থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে। কিছু ক্ষণের মধ্যেই জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। চালকের ত্রুটি না কি যান্ত্রিক কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।