আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী প্রদীপ মজুমদার এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। — নিজস্ব চিত্র।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনগর্জন সভা’ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। এক তৃণমূল কর্মী গুরুতর আহত। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দু’জনের আঘাত কম। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত তৃণমূলকর্মীর নাম রামচন্দ্র পাসি। বাড়ি পাণ্ডবেশ্বর থানা এলাকার কেন্দ্রায়।
কাটোয়ার সভা থেকে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরগামী বাসটিতে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী, সমর্থক ছিলেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘এই এলাকার কর্মীরা সবাই মিলে কাটোয়া গিয়েছিলেন। ফেরার সময় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের বাসের। তাতে কর্মীরা আহত হয়েছেন।’’ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেছি।’’
বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ‘‘পাণ্ডবেশ্বর তো আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখান থেকে লোক নিয়ে যেতে হচ্ছে কাটোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ভরতে! তৃণমূলের এমন দুরবস্থা! আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করি।’’