সায়নী ঘোষ। —ফাইল চিত্র।
তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পঞ্চায়েতের এক বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিস। ধৃতের নাম সঞ্জয় হালদার ওরফে দুকুল। গলসি থানার আদড়াহাটিতে তাঁর বাড়ি। এ বার বিজেপির টিকিটে আদড়াহাটি পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছেন সঞ্জয়।
গত বৃহস্পতিবার গলসিতে পঞ্চায়েত ভোটের প্রচারে এসেছিলেন সায়নী। ওই দিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তৃণমূলের যুবনেত্রী সায়নীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন সঞ্জয়। এই মর্মে থানায় একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, এর পর বৃহস্পতিবার রাতেই সঞ্জয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে আদড়াহাটির বাসিন্দা অশোকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার হন তিনি। পুলিশের দাবি, যে ফেসবুক প্রোফাইল থেকে অভিযুক্ত ওই বিতর্কিত পোস্ট করেন, সেটি অন্য নামে খোলা হয়েছে। শুক্রবার সঞ্জয়কে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়।
বিজেপি প্রার্থীর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদিও সরকারি আইনজীবী অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, ওই পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গন্ডগোল শুরু হয়। এর পরেও ধৃতকে জামিন দিলে এলাকায় অশান্তির সৃষ্টি হতে পারে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর আদালত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আগামী ২৭ জুন আবার ধৃতকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।