দুই বাসের সংঘর্ষ বর্ধমানে জাতীয় সড়কে। —নিজস্ব চিত্র।
দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ৩০ জন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-বোলপুর টু বি জাতীয় সড়কের ঝিঙুটি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান-পালিগ্রাম রুটের একটি বাস বর্ধমানের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল বর্ধমান-ভোতা রুটের একটি বাস। ঝিঙুটি এলাকায় রাস্তার বাঁকে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন যাত্রীরা।
দুটি বাসের আহত যাত্রীদের উদ্ধার করতে ছুটে যান স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কয়েক জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জখম যাত্রীদের মধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কয়েক জন এখনও চিকিৎসাধীন।
ওই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, মোসলেম শেখ প্রমুখ জানিয়েছেন, দুটি বাসের গতি ছিল বেশ জোরেই ছিল। সেই কারণেই রাস্তার বাঁকের মুখে দুটি বাসেরই চালক নিয়ন্ত্রণ হারায়।