—প্রতীকী চিত্র।
আসানসোলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছিল আলানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গুলি চালানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। আদালত ধৃতদের ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। এর পর আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি) ওই মামলার তদন্ত শুরু করে। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হতেই শুক্রবার মামলাটি রাজ্যের গোয়েন্দা বিভাগের হাতে চলে যায়। আপাতত, ওই চার জন অভিযুক্তকে আবার চার দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মোড়ের কাছে গুলি চালানোর ঘটনায় পুলিশ গ্রেফতার করে চার জনকে। তাঁদের নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অভিযুক্তদের নাম অভিষেক মুখোপাধ্যায় ওরফে পাপাই, টিঙ্কুকুমার প্রসাদ, পঙ্কজকুমার সিংহ এবং কুলদীপ কুমার ওরফে কাল্লু। হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার চার জনকে আসানসোল আদালতে হাজির করে পুলিশ। সেখান থেকে সিআইডি চার জনকেই নিজেদের হেফাজতে নিয়ে দুর্গাপুর চলে যায়।