আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা সিবিআইয়ের। — ফাইল চিত্র।
আসানসোল সংশোধনাগারে গিয়ে গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আবার জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বৃহস্পতিবার সিবিআইয়ের এক আধিকারিক ওই সংশোধনাগারে গিয়ে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেন অনুব্রতকে। কিছু দিন আগে বীরভূমের সিউড়ির সমবায় ব্যাঙ্কে শতাধিক বেনামি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল। তার পর এই প্রথম আসানসোল সংশোধনাগারে গেল সিবিআই। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার আদালতে হাজির করানো হবে অনুব্রতকে। তার আগের দিনই তাঁকে সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে যান স্বরূপ দে নামে এক সিবিআই আধিকারিক। ঘণ্টাখানেক অনুব্রতর সঙ্গে কথা হয় তাঁর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রতর সঙ্গে বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই তাঁকে আবার জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এর আগেও অনুব্রতকে জেরা করতে কয়েক বার আসানসোল সংশোধনাগারে যান সিবিআই আধিকারিকেরা।
সম্প্রতি বীরভূম জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি চালিয়ে তিনশোর বেশি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে সিবিআই। তদন্তকারী সংস্থাটির আরও অভিযোগ, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেনও হয়েছে।